কাউনিয়ায় শ্রেণি শিক্ষকগণের বিষয় ভিত্তিক ৫ দিন ব্যাপী প্রশিক্ষণ
প্রকাশ : 2023-01-08 12:53:07১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
সারওয়ার আলম মুকুল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক জাতীয় শিক্ষাক্রম রুপরেখা-২০২১ বাস্তবায়নে কাউনিয়া উপজেলা পর্যায়ে শ্রেণি শিক্ষকগণের বিষয় ভিত্তিক শিক্ষাক্রম বিস্তরণ বিষয়ে ৫ দিন ব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। গত শুক্রবার কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ে প্রশিক্ষণের উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা তারিন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু সাঈদ মোঃ আরিফ মাহফুজ, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, উপজেলা একাডেমিক সুপারভাইজার দিল আফরোজ, কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আইয়ুব আলী, প্রশিক্ষক আকতারুজ্জামান, স্বপন কুমার, কৃষ্ণারানী চক্রবর্তী, মোছাঃ সাজেদা বেগম প্রমুখ। বাংলা, ইংরেজি, গণিত, ইসলাম ধর্ম, শিল্প ও সংস্কৃতি, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, জীবন ও জিবীকা, বিজ্ঞান, ডিজিটাল টেকনোলজি সহ ৮ বিষয়ে উপজেলার ৪৬৬ জন শিক্ষক শিক্ষিকা এ প্রশিক্ষণে অংশ নেন। ৬, ৭, ১৩, ১৪ ও ১৫ জানুয়ারি ৫ দিন ব্যাপী এ প্রশিক্ষণ চলবে।