কাউনিয়ায় শ্বাশুড়িকে পিটিয়ে হাসপাতালে, পুত্রবধু আটক
প্রকাশ : 2022-09-18 09:41:28১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
কাউনিয়ায় বৃদ্ধ শ্বাশুড়ি আয়শা বেগম (৬০) কে পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছে পুত্রবধু। কাউনিয়া থানা পুলিশ পুত্র বধু রত্না বেগম কে আটক করে।
জানাগছে উপজেলার বালাপাড়া ইউনিয়নের হরিচরণ লস্কর গ্রামে গত শুক্রবার বিকালে শ্বাশুড়ি কে বেদম মারপিটের ভিডিও টি এক যুবক সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্ট করলে নিমিষেই তা ছড়িয়ে পড়ে এবং নিন্দার ঝড় ওঠে। হরিচরণ লস্কর গ্রামের মৃত আবু বক্কর সিদ্দিকের স্ত্রী আয়শা বেগম স্বামী মারা যাওয়ার পর পুত্র আশরাফুল ইসলামসহ একই বাড়ীতে বসবাস করে। কিন্তু ছেলের অভাব থাকায় আয়শা বেগম শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করে। আর জীবিকার সন্ধানে ছেলে আশরাফুল ঢাকায় থাকে। একই ভিটায় পুত্রবধু সহ বসবাস কালীন সময়ে বউ-শ্বাশুড়ির মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে প্রায় ঝগড়া বিবাদ লাগে। ঘটনার দিন শুক্রবার বিকালে হরিচরণ লস্কর মাঠের পাড়ের নিকটে পুত্রবঁধু রত্না বেগম শ্বাশুড়ি কে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। শ্বাশুড়ি তাকে গালিগালাজের কারণ জানতে চাইলে পুত্রবধু তেড়ে এসে শ্বাশুড়ির চুলের মুঠি ধরে রাস্তার উপর ফেলে বেদম মারপিটে করতে থাকে। ওই মহিলার আত্মচিৎকারে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কাউনিয়া মেডিকেলে ভর্তি করে। আহত আয়শা বেগম রাতেই পুত্র বঁধু রত্না বেগম ও তার পিতা মাতাকে অভিযুক্ত করে থানায় একটি মামলা দায়ের করে। পুলিশ রাতেই পুত্র বঁধু রত্না বেগম কে আটক করে থানায় নিয়ে আসে। তাকে জিজ্ঞাসা বাদ শেষে গত শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে।
থানা অফিসার ইনচার্জ মোন্তাছের বিল্লাহ বলেন বৃদ্ধ আয়শা বেগমের লিখিত অভিযোগ পাওয়ার পর পরেই পুত্রবধু রত্না বেগম আটক করে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হয় । মামলা রেকর্ড করে পুত্রবঁধু রত্না বেগম কে আদালতে সোপর্দ করা হয়েছে।