কাউনিয়ায় শিশু দিবস, গণহত্যা দিবস-স্বাধীনতা ও জাতীয় দিবসের প্রস্তুতি সভা

প্রকাশ : 2022-03-14 19:30:29১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

কাউনিয়ায় শিশু দিবস, গণহত্যা দিবস-স্বাধীনতা ও জাতীয় দিবসের প্রস্তুতি সভা

কাউনিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে ১৭মার্চ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস, ২৫মার্চ গণহত্যা দিবস এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের প্রস্তুতি সভা সোমবার টিপু মুন্শি অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়

উপজেলা নির্বাহী অফিসার তাহ্মিনা তারিন এর সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভুমি) মোঃ মেহেদী হাসান, বীর মুক্তিযোদ্ধা কোম্পানী কমান্ডার সরদার আঃ হাকিম, ইউপি চেয়ারম্যান মোঃ রাশেদুল ইসলাম, কৃষি কর্মকর্তা শাহানাজ পারভীন, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আরিফ হোসেন, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল হামিদ সরকার, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুুকুল, উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি প্রভাষক আঃ জলিল, ইউনিয়ন আওয়ামীলীগ সম্পাদক দিলদার আলী, প্রধান শিক্ষক আশফিকা বুলবুল পেস্তা প্রমূখ। সভায় দিবস গুলো বিভিন্ন কর্মসূচির মধ্যেদিয়ে যথাযোগ্য মর্যাদায় পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।