কাউনিয়ায় শহীদ দিবসের প্রস্তুতি সভা
প্রকাশ : 2022-02-16 19:09:32১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
কাউনিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি অডিটরিয়ামে বুধবার শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২২ যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
নির্বাহী অফিসার তাহমিনা তারিন এর সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, ইউপি চেয়ারম্যান আঃ হান্নান, মোঃ আনছার আলী, রাশেদুল ইসলাম, রাজু আহমেদ, জেলা মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কোম্পানী কমান্ডার সরদার আব্দুল হাকিম, উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি আঃ জলিল, যুগ্মসম্পাদক শফিকুল ইসলাম, বালাপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক দিলদার আলী, কৃষি কর্মকর্তা শাহানাজ পারভীন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সিি তা রহমান, শিক্ষা অফিসার আব্দুল হামিদ সরকার, মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফ মাহফুজ, সমাজসেবা কর্মকর্তা সামিউল আলম প্রমূখ। সভায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২২ যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পালনের সিদ্ধান্ত হয়।