কাউনিয়ায় লটারীর মাধ্যমে প্রশিক্ষনার্থী নির্বাচন
প্রকাশ : 2022-06-30 19:42:55১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
কাউনিয়া উপজেলা পরিষদ ও জাইকার অর্থায়নে উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের বাস্তবায়নে বিউটিশিয়ান ও ফ্যাশন ডিজাইনার তিনটি কোর্সে আবেদ কৃতদের মধ্যে থেকে লটারীর মাধ্যমে প্রশিক্ষনার্থী নির্বাচন করা হয়।
বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি অডিটরিয়ামে গত বুধবার বিকালে লটারীর মাধ্যমে প্রশিক্ষনার্থী নির্বাচনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার তাহ্মিনা তারিন। এসময় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যানএমাঃ আব্দুর রাজ্জাক, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আঙ্গুরা বেগম, সমাজসেবা কর্মকর্তা সামিউল আলম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সোহেল আহমদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আহসান হাবীব সরকার, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, সাংবাদিক মিজানুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ রেবেকা ইয়াসমীন প্রমূখ। তিনটি কোর্সে মোট ৪৪৭জন আবেন করেন, এর মধ্যে লটারীরর মাধ্যমে ১০০ জন নির্বাচন করা হয়।