কাউনিয়ায় যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত
প্রকাশ : 2024-07-13 17:05:16১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
রংপুরের কাউনিয়ায় যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, যমুনা টেলিভিশন ও দেশের শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক যুগান্তরের স্বপ্নদ্রষ্টা প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুল এর চতুর্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্বরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি অডিটোরিয়ামে শনিবার স্বরণ সভা ও দোয়া মাহফিল উপজেলা যুগান্তর স্বজন সমাবেশের সহসভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিল্পপতি এ্যালাইড ব্লক কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ আলী জিন্নাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক সারওয়ার আলম মুকুল, এ্যালাইড ব্লক কোম্পানির এমডি মুনতাশির জিন্নাহ, জেলা যুবলীগের সদস্য ফিরোজ সরকার, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আবু তাহের, রাকু ম্যানেজার নূরে আলম সিদ্দিকী সাজু। বক্তব্য রাখেন যুগান্তরের উপজেলা প্রতিনিধি আব্দুল কুদ্দুছ বসুনিয়া, যুগান্তর স্বজন সমাবেশ কাউনিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক জহির রায়হান, সাংবাদিক সাইদুল ইসলাম, জুলহাস হোসেন সোহাগ, মোশারফ হোসেন, আসলাম খান, শাহনাজ পারভীন সাথী, আনোয়ার হোসেন প্রমূখ। মোনাজাত পরিচালনা করেন স্বজন সমাবেশ এর ধর্মীয় সম্পাদক মোঃ মিজানুর রহমান।