কাউনিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার  

প্রকাশ : 2022-08-24 19:17:00১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

কাউনিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার  

রংপুরের কাউনিয়া থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে ২০১৬ সালের মাদকদ্রব্য মামলায় যাবজ্জীবন সাজা প্রাপ্ত পলাতক আসামীকে আটক করেছে। থানাসুত্রে জানাগেছে গতকাল বুধবার ওই আসামী দীর্ঘদিন থেকে পলাতক ছিলেন অতঃপর গোপন সংবাদের ভিত্তিতে তাকে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানা এলাকা থেকে আটক করা হয়। কাউনিয়া থানার অফিসার ইনচার্জ মোন্তাছের বিল্লাহ্ জানান পলাতক যাবজ্জীবন সাজা প্রাপ্ত আসামী কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের নিজপাড়া গোপালঞ্জ এলাকার মৃত আফতাব উদ্দিন এর ছেলে বাবলু আক্তার ওরফে রাজু আহমেদ। তার বিরুদ্ধে ২০১৬ সালে মাদক মামলা রয়েছে। মামলা নং জিআর ২০২৬/১৬ তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।