কাউনিয়ায় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়
প্রকাশ : 2022-07-24 10:04:22১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
কাউনিয়া উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে গত শনিবার জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা উপজেলা মৎস্য অফিসে অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ মাহবুব উল আলম, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক মোঃ সারওয়ার আলম মুকুল, প্রেসক্লাব কাউনিয়া সভাপতি মোস্তাক আহম্মেদ, প্রত্যাশার আলো পত্রিকার নির্বাহী সম্পাদক আব্দুল কুদ্দুছ বসুনিয়া, উপজেলা প্রেসক্লাব আহবায়ক নিতাই রায়, উপজেলা অল নাইন প্রেসক্লাব সভাপতি মিজানুর রহমান, সাংবাদিক জহির রায়হান, আশরাফুল হাবীব তুষার, সাইফুল ইসলাম, জসিম, আলমগীর প্রমূখ। সভায় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাত দিনের কর্মসূচী তুলে ধরা হয়।