কাউনিয়ায় মৎস্য বিভাগের সাংবাদিকদের সাথে মতবিনিময়

প্রকাশ : 2021-08-28 16:47:16১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

কাউনিয়ায় মৎস্য বিভাগের সাংবাদিকদের সাথে মতবিনিময়

বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দুর করি, এ শ্লোগান কে সামনে নিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উপল¶ে কাউনিয়া উপজেলা মৎস্য অফিস আয়োজনে সাংবাদিকগণের সাথে মতবিনিময় সভা শনিবার নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। 

সাংবাদিকগণের সাথে মতবিনিময় বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা ফারজানা আক্তার। উপস্থিত ছিলেন সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ মাহবুব উল আলম। বক্তব্য রাখেন প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, প্রেস ক্লাব কাউনিয়া সভাপতি মোস্তাক আহমেদ,সাংবাদিক জহির রায়হান, মনিরুল ইসলাম মিন্টু, মিজানুর রহমান,আসাদুল ইসলাম, সাইফুল ইসলাম,নিতাই রায়, ক্ষেত্র সহকারী আশরাফুল ইসলাম প্রমূখ। 

মৎস্য কর্মকর্তা বলেন প্রাকৃতিক জলাশয়ে সুষ্ঠু ব্যপস্থাপনা, জীব বৈচিত্র সংরক্ষণ, পরিবেশ বান্ধব ও উন্নত প্রযুক্তি নির্ভর কার্যক্রম গ্রহণের ফলে দেশ আজ মৎস্য উৎপাদনে স্বয়ংসম্পন্ন। ১০ বছরে মৎস্য উৎপাদন বৃদ্ধিতে বাংলাদেশের অবস্থান বিশ্বের মধ্যে দ্বিতীয়, ইলিশ উৎপাদনে ১১ টি দেশের মধ্যে বিশ্বে প্রথম, মুক্ত জলাশয়ে মাছ আহরণে বাংলাদেশ তৃতীয়, মিঠা পানির মাছ উৎপাদনে চতুর্থ, বদ্ধ জলাশয়ে মাছ উৎপাদনে পঞ্চম, তেলাপিয়া মাছ উৎপাদনে মাছ উৎপাদনে বিশ্বে চতুর্থ ও এশিয়ার মধ্যে তৃতীয়, সামদ্রিক ফিনফিস উৎপাদনে যথাক্রমে ০৮ ও ১২ তম স্থানে রয়েছে। মৎস্য সপ্তাহ চলবে ২৮ আগষ্ট থেকে ৩ সেপ্টেম্বর।