কাউনিয়ায় মৎস্য জীবী দলের ৯টি ওয়ার্ডের নতুন কমিটির পরিচিতি সভা
প্রকাশ : 2025-11-22 18:02:02১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্য জীবী দল শহীদবাগ ইউনিয়ন শাখার ৯টি ওয়ার্ডের নতুন কমিটির পরিচিতি সভা শহীদবাগ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে শুক্রবার রাতে অনুষ্ঠিত। জাতীয়তাবাদী মৎস্যজীবী দল শহীদবাগ ইউনিয়ন শাখার সভাপতি আব্দুল খালেক প্রামানিকের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্ধোধন করেন জেলা মৎস্য জীবী দলের আহবায়ক মোজাম্মেল হক।
প্রধান বক্তা ছিলেন সদস্য সচিব আশরাফুল ইসলাম রাসেদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক জামিনুর রহমান, শহীদবাগ ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশীদ মন্ডল, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, জেলা মৎস্য জীবী দলের যুগ্ন আহবায়ক জামান মাহমুদ কাচু, আরিফুল ইসলাম, মানিক মিয়া, কাউনিয়া উপজেলা মৎস্য জীবী দলের আহবায়ক আব্দুর গফুর মোল্লা, সদস্য সচিব ফরিদুল ইসলাম প্রমূখ। পরে জাতীয়তাবাদী মৎস্য জীবী দল শহীদবাগ ইউনিয়ন শাখার ১ থেকে ৯নং ওয়ার্ড পর্যন্ত নতুন কমিটির নেতৃবৃন্দের সাথে নেতা কর্মীদেন পরিচয় করিয়ে দেওয়া হয়।