কাউনিয়ায় মানুষ বেঁচে থাকার উপাদান তৈরীর ফ্যাক্টরি গাছ গুলো রক্ষার দাবী

প্রকাশ : 2025-05-05 17:25:08১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

কাউনিয়ায় মানুষ বেঁচে থাকার উপাদান তৈরীর ফ্যাক্টরি গাছ গুলো রক্ষার দাবী

পৃথিবীতে নিঃস্বার্থ, প্রকৃত ও উপকারী বন্ধু হলো বৃক্ষ। বিজ্ঞানের ভাষায় অক্সিজেনের ফ্যাক্টরি হিসেবে পরিচিত বৃক্ষ বা গাছ। গাছ বা বৃক্ষের ছায়াতলেই গড়ে উঠেছে মানবসভ্যতা। তাই গাছ ছাড়া মানুষের অস্তিত্ব কল্পনা করা যায় না। তাই কাউনিয়ায় রেল স্টেশনের সহ এলাকার সর্ববৃহত গাছ গুলো সংরক্ষনের দাবী এলাকাবাসীর।

সরেজমিনে কাউনিয়া রেলওয়ে স্টেশন এলাকায় গিয়ে দেখা গেছে ৫নং কাউনিয়া বালাপাড়া বণিক সমবায় সমিতির পাশে রেলের জমিতে সর্ববৃহত গাছটি সংরক্ষনের অভাবে দিন দিন ক্ষয়িষ্ণু হয়ে যাচ্ছে। পৃথিবীতে মানুষ বেঁচে থাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে অক্সিজেন, যা জোগান দেয় গাছ। খাদ্য, বস্ত্র, আশ্রয়, স্বাস্থ্য ও ওষুধ তৈরি এবং আসবাবপত্র থেকে শুরু করে সব ক্ষেত্রেই গাছ আমাদের পরম বন্ধুর মতো সাহায্য করে। এককথায় গাছ মানুষের জীবন ও জীবিকার সঙ্গে জড়িত। মানুষের মৌলিক চাহিদা পূরণের পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব রোধ ও প্রকৃতির ভারসাম্য রক্ষাসহ নৈসর্গিক শোভাবর্ধনে গাছের গুরুত্ব অপরিসীম। কাউনিয়ায় বিভিন্ন সভা সমাবেশে গাছের গুরুত্ব তুলে ধরে বক্তব্য প্রদান করা হলেও গাছ নিধনে যে যগ্য চলছে তা বন্ধে কার্যকর তেমন কোন গুরুত্ব নেই। স্থানীয় বনবিভাগ নামে মাত্র আছে। তাদের কোন ভুমিকা বর্তমানে দেখা যাচ্ছে না। সরকারী বিভিন্ন অফিস, রাস্তা, শিক্ষা প্রতিষ্ঠানে গাছ গুলো নষ্ট হয়ে গেলেও বন বিভাগের কোন ভুমিকা নেই। পরিবেশের দূষণ রোধ ও বৈশি^ক উষ্ণতা কমাতে গাছ বেশি ভূমিকা রেখে থাকে। অথচ নগরায়ণ, অপরিকল্পিত উন্নয়ন আর যন্ত্র-প্রযুক্তির মোহে অযাচিতভাবে গাছ নিধন করা হচ্ছে। ফলে দেখা দিচ্ছে প্রাকৃতিক বিপর্যয়, বাড়ছে উষ্ণায়ন আর মানবসভ্যতা পড়ছে হুমকির মুখে। কাউনিয়া রেলওয়ে স্টেশনে বেশ কয়েকটি বড় বড় গাছ রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় গাছটি বর্তমানে হুমকির মূখে। প্রচন্ড গরমে এই গাছের নিচে শিতল হারাও নিঃশ^স নিতে শ্রমজীবী মানাষ সহ যাত্রী সাধারন এই গাছের নিচে একটু জিরিয়ে নেন। এই গাছের সৌন্দর্যে আমাদের হƒদয় আপ্লুত করে। একবিংশ শতাব্দীতে এসে সবুজ-শ্যামল পৃথিবীর অস্তিত্ব আজ বিপন্ন। বিষাক্ত কার্বনডাই অকসাইড সহ বিভিন্ন গ্যাসের কবলে বাতাস হয়ে উঠেছে ভারী এবং জীবনকে তা করে তুলছে দুর্বিষহ। ফলে নিজেদের বেঁচে থাকার তাগিদে এ সুন্দর ভুবনকে রক্ষা করার লক্ষ্যে মানুষের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্যে এলাকার বড় বড় গাছ গুলোকে রক্ষার দাবী এলাকাসীর। যুগযুগ ধরে গাছ খড়া, জলোচ্ছ্বাস, ভূমিকম্প, সাইক্লোনসহ প্রাকৃতিক দুর্যোগ থেকে পরিবেশ রক্ষা করে আসছে। দুঃখের বিষয় আমরা গাছ রোপণে অনাগ্রহী হয়ে উঠছি। কাটার অনুপাতে লাগাচ্ছি না সে পরিমাণ গাছ।  তাই এখনই উপযুক্ত সময় একটি গাছ কাটলে তিনটি বনজ, ফলদ ও ভেষজ গাছ রোপণ সহ এলাকার বড়বড় গাছ গুলোকে সংরক্ষন করা।