কাউনিয়ায় মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করণে অভিভাবক সমাবেশ
প্রকাশ : 2022-11-09 18:38:26১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আয়াজনে কাউনিয়া উপজেলার সারাই ইউনিয়নে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করণে অভিভাবক সমাবেশ ২০২২ বুধবার অনুষ্ঠিত হয়।
কাউনিয়া উপজেলা নির্বাহী অফিসার তাহ্মিনা তারিন এর সভাপতিত্বে সারাই পোদ্দার পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় উপ পরিচালক প্রাথমিক শিক্ষা মোঃ মুজাহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রংপুর মোঃ মমিনুল ইসলাম, কাউনিয়া উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল হামিদ সরকার, কাউনিয়া উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সিি তা রহমান। বক্তব্য রাখেন ইউআরসি ইন্সটেকটর রিতাস চন্দ্র, সহকারী উপজেলা শিক্ষ অফিসার আঃ লতিফ, এসএমসি সদস্য আঃ কাফি, অভিভাবক আঃ রহমান, রুমানা খাতুন, প্রধান শিক্ষক মোছাঃ আয়শা পারভীন প্রমূখ।