কাউনিয়ায় মহাসড়কে একই পরিবারের ৩ জনসহ দুই দিনে ৫জনের মৃত্যু
প্রকাশ : 2025-05-13 18:05:19১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক

রংপুর কুড়িগ্রাম মহাসড়কে মৃত্যুর মিছিল থামছেই না। কাউনিয়ায় ২দিনে এএসসি পরীক্ষার্থী সহ ৫জন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। নির্বাক পরিবারের সদস্য ও পথচারিরা।
সরেজমিনে ঘটনা স্থলে গিয়ে জানাগেছে মঙ্গলবার সোয়া ৯টার দিকে কাউনিয়া উপজেলার মহেশা গ্রামের জুম্মারপাড় নামক স্থানে বাসের ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীসহ একই পরিবারের ৩ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। পারিবারিক ও থানা সূত্রে জানাগেছে উপজেলার মহেশা গ্রামের বাসিন্দা আশরাফুল ইসলাম লন্ডী মঙ্গলবার সকাল সোয়া ৯টার দিকে স্ত্রী রুবিনা বেগম (৩২), তার শিশু সন্তান রহমত আলী (০২) এবং ভাতিজি এসএসসি পরীক্ষার্থী আফছানা বেগম স্নেহা (১৬) কে সাথে নিয়ে মোটর সাইকেল যোগে কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারী উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিলেন। এসময় মীরবাগ জুম্মার নামক স্থানে পৌঁছিলে একই দিক থেকে আসা একটি অজ্ঞাত বাস ধাক্কা দিলে আশরাফুল লন্ডীর স্ত্রী রুবিনা বেগম, পুত্র রহমত আলী এবং ভাতিজি এসএসসি পরীক্ষার্থী আফসানা বেগম স্নেহা সহ একই পরিবারের ৩ জন ঘটনা স্থলে প্রাণ হারায়। আফসানা বেগম স্নেহার আজকেই ছিল এসএসসি পরীক্ষার শেষ পরীক্ষার দিন। এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের শোকের মাতম চলছে। কাউনিয়া থানার ওসি আব্দুল লতিফ শাহ সড়কে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। অপর দিকে গত রবিবার গভীর রাতে মীরবাগ ধর্ম্মেশ্বর মহেশা বিজলের ঘুন্টি বুড়াইল ব্রীজের সন্নিকটে বাসের ধাক্কায় দুই মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন কুড়িগ্রাম ফুলবাড়ি উপজেলার কবিরমাহমুদ গ্রামের নিবারণ চন্দ্রের পুত্র সঞ্জয় চন্দ্র (২৭) এবং একই উপজেলার মাষ্টার পাড়া গ্রামের আজিম উদ্দিনের পুত্র বেলাল হোসেন (৪০)। জানাগেছে সঞ্জয় ও বেলাল রংপুর থেকে মটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। তারা বুড়াইল ব্রীজের কাছে আসলে কুড়িগ্রাম থেকে ঢাকা গামী শাহ আলী পরিবহন ঢাকা মেট্রো-ব-১৪-৬২৪৫ নাইট কোচের ধাক্কায় ঘটনা স্থলেই প্রাণ হারায়। দূর্ঘটনা কবলিত ঘাতক বাসটি কে পুলিশ আটক করেছে। গত সোমবার পুলিশ স্বজনদের কাছে লাশ দুটি হস্তান্তর করে। কাউনিয়া থানার ওসি আব্দুল লতিফ শাহ সড়কে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিদুল হক ঘটনা স্খল পরিদর্শন করেছেন।