কাউনিয়ায় মসজিদ ভিত্তিক শিশু ও গণ শিক্ষা প্রকল্পের শিক্ষকদের প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান

প্রকাশ : 2023-05-10 20:38:04১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

কাউনিয়ায় মসজিদ ভিত্তিক শিশু ও গণ শিক্ষা প্রকল্পের  শিক্ষকদের প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান

কাউনিয়ায় ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত মসজিদ ভিত্তিক শিশু ও গণ শিক্ষা প্রকল্পের শিক্ষক, কেয়ারটেকার সহ সকল জনবলকে রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করার দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর বুধবার স্মারক লিপি প্রদান করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মনোনীতা দাস এর হাতে স্মারক লিপি প্রদান করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ রংপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ আখলাখ হোসেন, কাউনিয়া শাখার সভাপতি মোঃ আব্দুর রহিম, সম্পাদক মোঃ আব্দুর হান্নান, সাংগঠনিক সম্পাদক মোঃ আমজাদ হোসেন, প্রচার সম্পাদক মোঃ ফরিদুল ইসলাম, মডেল কেয়ারটেকার মোঃ শহিদুল ইসলাম, সাধারন কেয়ারটেকার মোঃ আবুবকর ছিদ্দিক ও মাহবুব উর রসিদ, কেন্দ্র শিক্ষক মোঃ হাবিবুর রহমানসহ সকল শিক্ষকগণ।

জানা গেছে অর্থবিভাগ (আইএমডি) ওপরিকল্পনা কমিশন প্রকল্পটি রাজস্ব খাতে নেয়ার সুপারিশ করেছে। মসজিদ ভিত্তিক শিশু ও গণ শিক্ষা প্রকল্পের শিক্ষক, কেয়ারটেকার সহ সকল জনবলকে রাজস্ব খাতে নেয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন স্বারক লিপি প্রদানকারীরা।