কাউনিয়ায় মরা গাছ কাটতে কর্তৃপক্ষের গড়িমসি
প্রকাশ : 2022-08-14 19:43:50১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
কাউনিয়ার কুর্শা ইউপির শিবু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের পশ্চিম প্রান্তে সিমানা প্রাচীর সংলগ্ন একটি কড়াই গাছ কয়েক বৎসর পূর্বে মারা যায়। ঝুঁকিপূর্ণ মরা গাছটি কাঁটার জন্য উপজেলা শিক্ষা অফিসার বরাবরে দুই বার লিখিত অভিযোগ করেও গাছটি কাটতে কর্তৃপক্ষ গড়িমসি করছে বলে জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জোনাকি বালা। গাছটি না কাঁটায় আক্ষেপ প্রকাশ করেন বিদ্যালয়ের দাতা সদস্য আলহাজ্ব হাবিবুর রহমান। তিনি বলেন মরা গাছটি কেন অপসারণ করা হচ্ছেনা তা বুঝে উঠতে পারছিনা। সরজমিনে গিয়ে দেখা গেছে, মরা গাছটির ছাল উঠে গেছে অনেক আগেই। গাছটি এতটাই ঝুঁকিপূর্ণ যে, বিদ্যালয়ের ছোট ছোট কোমলমতি শিক্ষাথী অবসর সময়ে মাঠে খেলা ধুলা করে এবং দুষ্ট ছেলেরা মনের অজান্তে গাছে উঠে বসে থাকে। তাছাড়া বিদ্যালয়ের প্রাচীর সাথে বসতবাড়ি। যে কোন সময়ে মরা গাছটি ভেঙ্গে শিক্ষাথী বা বসতবাড়ির উপর পড়লে ঘটতে পারে প্রাণ হানিসহ বড় ধরণের দুর্ঘটনা। উপজেলা শিক্ষা অফিসার জানান দ্রুত ব্যবস্থা গ্রহন করা হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত মরা কড়াই গাছটি কাটার ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছে শিক্ষক, অভিভাবক সহ এলাকাবাসী।