কাউনিয়ায় ভূমিহীন ও গৃহহীন মুক্ত করণের লক্ষ্যে টাস্ক ফোর্স কমিটির সভা
প্রকাশ : 2023-01-11 17:26:53১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
কাউনিয়া উপজেলা ভূমি অফিসের উদ্যোগে ক শ্রেণীর ভূমিহীন ও গৃহহীন মুক্ত করণের লক্ষ্যে টাস্ক ফোর্স কমিটির সভা গত বুধবার উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা তারিন। আরো উপস্থিত ছিলেন টাস্ক ফোর্স কমিটির সভায় বক্তব্য রাখেন বালাপাড়া ইউপি চেয়ারম্যান আনছর আলী, টেপামধুপুর ইউপি চেয়রম্যান রাশেদুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ মোঃ মোন্তাছের বিল্লাহ, উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমি, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, উপজেলা সমবায় অফিসার জাহাঙ্গীর আলম, বালাপাড়া ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মোঃ টিপু সুলতান, টেপামধুপুর ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা হামিদুল ইসলাম, হারাগাছ ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা রোকসানা বেগম, ভূমি অফিস অফিস সহকারী নুর ইসলাম, সিরাজুল ইসলাম প্রমূখ।