কাউনিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র জনতার বিক্ষোভ
প্রকাশ : 2024-08-22 18:25:42১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
ভারতীয় আগ্রসন বন্ধ ৫৪টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা, একতরফা ভাবে ফারাক্কার পানি ছেড়ে দেয়া ও তিস্তা বাঁচাও দেশ বাঁচাও সহ ভারতীয় চক্রান্তে আকস্মিক বন্যার প্রতিবাদে বৃহস্পতিবার কাউনিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়।
কাউনিয়া মোফাজ্জল হোসেন মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে কাউনিয়া বাস স্টান্ড মোড়ে এসে এক সংক্ষিপ্ত পথ সভায় বক্তব্য রাখেন ডেফোডিল বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাবাব আবতাহি আবেশ, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সোহেল রানা সোহান, রংপুর মেডিকেল কলেজের ছাত্র আব্দুর রহিম, তরিকুল ইসলাম, কারমাইকেল কলেজের ছাত্র সাকিন আহমেদ আপন, সাজু আহমেদ শাওন আসলাম, মাহির লাবিব শিশির প্রমূখ।