কাউনিয়ায় বীর মুক্তিযোদ্ধাদের মাঝে স্মার্ট কার্ড ও ডিজিটাল সাটিফিকেট বিতরণ
প্রকাশ : 2022-10-13 20:16:50১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
কাউনিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে স্মার্ট আইডি কার্ড ও ডিজিটাল সাটিফিকেট বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি অডিটোরিয়ামে বৃহস্পতিবার বিতরণ করা হয়।কাউনিয়া উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা তারিনের সভাপতিত্বে প্রধান আতিথি হিসেবে স্মার্ট আইডি কার্ড ও ডিজিটাল সাটিফিকেট বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া। এসময় উপস্থিত ছিলেন জেলা মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কোম্পানী কমান্ডার সরদার আব্দুলি হাকিম, সমাজসেবা কর্মকর্তা সামিউল আলম, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, ইন্সপেক্টর (তদন্ত) সেলিমুর রহমান, সাবেক কমান্ডার আজিজুল ইসলাম মোল্লা, সোনালী ব্যাংক ম্যানেজার প্রমূখ।