কাউনিয়ায় বিসিআইসির সার ডিলারসহ দুই ব্যবসায়ীর জরিমানা
প্রকাশ : 2024-12-08 18:59:20১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
কাউনিয়ায় সারের কৃত্রিম সংকট সৃষ্টি করতে যেন না পারে অসাধু ব্যবসায়ীরা সেজন্য অভিযানে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় উপজেলার বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করে বিসিআইসির এক সার ডিলার সহ দুই ব্যবসায়ীর ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী মেজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিদুল হক। এসময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারন কর্মকর্তা সজল সরকার। ভ্রাম্যমান আদালত সুত্র জানায় উপজেলায় কেউ যেন সারের কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে সেজন্য শনিবার বালাপাড়া, টেপামধুপুর, সারাই, কুর্শা ইউনিয়নে বিভিন্ন সার ডিলারদের সার বিতরণ কার্যক্রম পর্যবেক্ষণ করে প্রশাসন। পর্যবেক্ষণকালে অন্য উপজেলা থেকে সার এনে রাজেন্দ্র বাজারে বিক্রি করার অপরাধে ব্যবসায়ী পুষ্পেন্দ্র নাথ বর্মনের ৫হাজার এবং টেপামধুপুরে ভুয়া ব্যবসায়ীদের নামে সার বিক্রির অপরাধে বিসিআইসির সার ডিলার আব্দুস সামাদের ১০ হাজার টাকা জরিমান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিদুল হক জানান, বিভিন্ন অপরাধে সার ব্যবস্থাপনা আইন ২০০৬ অনুযায়ী বিসিআইসির এক সার ডিলার সহ দুইজনের জরিমানা করা হয়েছে। তিনি বলেন,কৃষিসহ মানুষের দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্রের কৃত্রিম সংকট সৃষ্টকারীদের বিরুদ্ধে প্রতিনিয়ত অভিযান অব্যহত থাকবে।