কাউনিয়ায় বিশ্ব তামাক মুক্ত দিবস পালন
প্রকাশ : 2022-05-31 21:08:23১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
‘তামাকমুক্ত পরিবেশ, সুস্বাস্থ্যের বাংলাদেশ’ এই প্রতিপাদ্য বিযয় নিয়ে মঙ্গলবার কাউনিয়ায় বিশ্ব তামাক দিবস উদযাপিত হয়েছে।দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ চত্তর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা তারিন এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মীর হোসেন, কৃষি কর্মকর্তা মোছাঃ শাহানাজ পারভীন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সিি তা রহমান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সামিউল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফ মাহফুজ প্রমূখ। সভায় তামাকের বিভিন্ন ক্ষতি কারক বিষয় জনসচেতনতা সৃষ্টির উপর গুরুত্ব আরোপ করা হয়।