কাউনিয়ায় বিশ্বহাত ধোয়া দিবস পালিত

প্রকাশ : 2022-10-25 16:29:57১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

কাউনিয়ায় বিশ্বহাত ধোয়া দিবস পালিত

হাতের পরিচ্ছন্নতায় এসা সবে এক হই, এই প্রতিপাদ্যকে সামনে রেখে কাউনিয়ায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তর এর আয়োজনে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ২০২২ ও বিশ্ব হাত ধোয়া দিবস গত মঙ্গলবার বিভিন্ন কর্ম সূচির মধ্যে দিয়ে পালিত হয়। কর্মসূচির মধ্যে ছিল বর্নাঢ্য র‌্যালী ও আলোচনা সভা।

কাউনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচানা সভা নির্বাহী অফিসার তাহমিনা তারিন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহানাজ পারভীন, উপজেলা প্রকৌশলী মোঃ আসাদুজ্জামান জেমি, শিক্ষা আফিসার মোঃ আব্দুল হামিদ সরকার, সমাজসেবা কর্মকর্তা সামিউল আলম, জনস্বাস্থ্য উপসহকারী প্রকৌশলী শিউলি রিচিল, মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা ইয়াসমীন, তথ্য আপা আকতার জাহান, প্রধান শিক্ষক আশফিকা বুলবুল পেস্তা প্রমূখ। বক্তাগন খাদ্য গ্রহণের আগে সকলের সঠিক নিয়মে হাত ধোয়ার প্রতি গুরুত্ব আরোপ করেন।