কাউনিয়ায় বিভিন্ন কর্মসুচির মধ্যে দিয়ে বঙ্গবন্ধুর ১০১তম জন্ম দিন পালিত 

প্রকাশ : 2021-03-17 16:46:07১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

কাউনিয়ায় বিভিন্ন কর্মসুচির মধ্যে দিয়ে বঙ্গবন্ধুর ১০১তম জন্ম দিন পালিত 

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ কাউনিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে সর্বকালের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০১ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস বুধবার নানা উদযাপন করা হয়। 

সূর্যোদয়ের সাথে সাথে তোপধ্বনির মধ্যে দিয়ে দিবসের সূচনা হয়। এর পর জাতিয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় সংগীত পরিবেশন, কবিতা আবৃত্তি,চিত্রঙ্কন ও রচনা এবং ভলিবল প্রতিযোগিতা, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও ঐতিহাসিক ৭মার্চের ভাষন প্রচার, কেক কাটা ও মিষ্টি বিতরণ, হাসপাতাল, এতিমখানায় উন্নত খাবার পরিবেশন, মসজিদে বিশেষ মোনাজাত ও উপাশনালয়ে প্রার্থনা, আতশবাজি প্রদর্শন, সাংস্কৃতিক অনুষ্টান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি অডিটরিয়ামে আলোচনা সভা নির্বাহী কর্মকর্তা মোছাঃ উলফৎ আরা বেগম এর সভাপতিত্বে বক্তব্য রখেন উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া, সহকারি কমিশনার (ভুমি) মেহেদী হাসান, বীর মুক্তিযোদ্ধা কোম্পানী কমান্ডার সরদার আব্দুল হাকিম, কৃষি কর্মকর্তা সাইফুল আলম, থানা অফিসার ইনচার্জ মাসুমুর রহমান,  শিক্ষা অফিসার আব্দুল হামিদ সরকার, মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফ মাহফুজ প্রমূখ। এছারাও বিভিন্ন সামাজিক সংগঠন দিবসটি পালন করে।