কাউনিয়ায় বিনামূল্যে ১৮০ ক্ষুদ্র চাষীর মাঝে বীজ ও সার বিতরণ

প্রকাশ : 2021-09-21 18:56:24১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

কাউনিয়ায় বিনামূল্যে ১৮০ ক্ষুদ্র চাষীর মাঝে বীজ ও সার বিতরণ

কাউনিয়া উপজেলার হারাগাছ পৌর সভা সহ ছয় ইউনিয়নের নির্বাচিত ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে মঙ্গলবার বিনামূল্যে মাষকলাই বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। 

উপজেলা কৃষি অফিসার শাহানাজ পারভীনের সভাপতিত্বে বীজ ও রাসায়নিক সার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা তারিন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি স¤প্রসারণ কর্মকর্তা মোঃ রাকিবুল আলম, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ খোরশেদ আলম, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ বেলাল হোসেন, বালাপাড়া ইউপি সদস্য মনতাজ আলী, সাংবাদিক জহির রায়হান প্রমূখ। 

খরিপ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় উপজেলার হারাগাছ পৌর সভা সহ ছয় ইউনিয়নের ১৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে ৫ কেজি করে মাষকলাই ডাল বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি রাসায়নিক সার বিতরণ করা হয়।