কাউনিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

প্রকাশ : 2022-06-28 19:29:08১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

কাউনিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

কাউনিয়ায় ব্যাটারী চালিত অটোরিক্সা চার্জ দেয়ার সময় বিদ্যুতের তার হাতে জরিয়ে গত সোমবার এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

পারিবারিক সূত্রে জানাগেছে উপজেলার কুর্শা ইউনিয়নের পূর্বচান্দ ঘাট বুড়িডোবা গ্রামের বাসিন্দা আঃ আজিজের পুত্র আলতাব হোসেন (৬০) সোমবার দুপুরে নিজ বাড়িতে ব্যাটারী চালিত অটোরিক্সায় বিদ্যুৎ সংযোগ দিয়ে চার্জ দেওয়ার সময় অসাবধানতা বসত বিদ্যুতের তারে হাত পরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনা স্থলেই প্রাণ হারায়। কাউনিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ মাসুমুর রহমান বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন পুলিশ ঘটনা স্থলে গিয়ে নিহতের পরিবারের সাথে কথা বলেন, তাদের কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমোতি দেওয়া হয়। এ ব্যাপারে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।