কাউনিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে খামারীর মৃত্যু

প্রকাশ : 2024-04-28 17:26:59১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

কাউনিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে খামারীর মৃত্যু

কাউনিয়ায় মৎস্য খামারের পুকুরে পানি দিতে সেচ পাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মজনু মিয়া (৩২) নামের এক খামারীর মৃত্যু হয়েছে। ঘটনা টি ঘটেছে রবিবার সকালে উপজেলার টেপামধুপুর ইউনিয়নের রাজীব গ্রামে।

পারিবারিক সূত্রে জানাগেছে উপজেলার টেপামধুপুর ইউনিয়নের রাজীব গ্রামের মৃত ইসমাইল হোসেনের পুত্র মজনু মিয়া (৩২) সকালে তার মৎস্য খামারে পানি দিতে সেচ পাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনা স্থলেই মারা গেছেন। এঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। টেপামধুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রাশেদুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

 

সান