কাউনিয়ায় বিএনপি'র বিক্ষোভ মিছিল  

প্রকাশ : 2022-08-24 19:35:52১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

কাউনিয়ায় বিএনপি'র বিক্ষোভ মিছিল  

জ্বালানী তেলে, পরিবহন খাতে ভাড়া সহ সকল পন্যের মূল্য বৃদ্ধি, অসহনীয় লোডশেডিং এবং ভোলায় বর্বরোচিত হত্যার প্রতিবাদে রংপুরের কাউনিয়া উপজেলা বিএনপি'র আয়োজনে বুধবার বিকালে বিশাল প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

কাউনিয়া সরকারি মোফাজ্জল হোসেন উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলার বিভিন্ন ওয়ার্ড থেকে নেতা কর্মীরা এসে মিছিলে যোগ দেন। পরে বিক্ষোভ মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদি¶ন করে বাসস্ট্যান্ড চত্বরে সমাবেশে মিলিত হয়। উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এমদাদুল হক ভরসার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিসুর রহমান লাকু, যুগ্ম আহবায়ক আফসার আলী, জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জেমস, উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক শফিকুল আলম শফি, বালাপাড়া ইউনিয়ন বিএনপি'র সভাপতি এ্যাডঃ মোজাহারুল আলম বাবলু, সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া, মধুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল হক, কুর্শা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন খাজা, হারাগাছ ইউনিয়ন বিএনপির সহসভাপতি ও সাবেক চেয়ারম্যান রাকিবুল হাসান পলাশ, শহীদবাগ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সেকেন্দার আলী, উপজেলা যুবদলের আহবায়ক আব্দুর রহিম, সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুর রহিম, যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আলমগীর চৌধুরী লিটন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শফিউল আলম মুক্তি, মোশারফ হোসেন, উপজেলা, ছাত্রদল নেতা আপেল মাহমুদ, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ন আহ্বায়ক কোয়েল, জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, সহ-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাবলু খন্দকার, উপজেলা শ্রমিক দলের সভাপতি শাহ আলম বেপারী, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জামিনুর রহমান, শাহ জামাল, যুবনেতা রাশেদুল ইসলাম, আব্দুল সাত্তার প্রমূখ। বক্তাগন সরকারের কঠোর সমালোচনা করে ক্ষমতা ছেরে নিরোপেক্ষ নির্বাচন দেয়ার আহবান জানান।