কাউনিয়ায় বিএডিসি সার ও বীজ ডিলার এসোসিয়েশনের অনুদান প্রদান
প্রকাশ : 2022-10-02 20:05:04১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
কাউনিয়ায় বিএডিসি'র বীজ ও সার ডিলার এসোসিয়েশনের উদ্যোগে রবিবার এসোসিয়েশনের প্রায়াত সদস্য মজনুশাহার স্ত্রী কে অনুদান প্রদান করা হয়।
অনুদান প্রদান কালে উপস্থিত ছিলেন বিএডিসি বীজ ও সার ডিলার এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির পরিচালক মোঃ রেজাউল ইসলাম, রংপুর জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি ফিরোজ আহমেদ, সহ-সভাপতি আব্দুর রউফ পাটোয়ারী, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, কোষাধ্যক্ষ মোক্তাদির হোসেন লিটন, উপজেলা কমিটির সভাপতি মোহাম্মদ আলী ভূইয়া, মায়ের দোয়া বীজ ভান্ডারের প্রোপাইটর ও উপজেলা এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক মোঃ তাজরুল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ আজিজুল ইসলাম, পরিচালক (সদস্য) সিরাজুল ইসলাম প্রমূখ। প্রায়াত সদস্য মজনুশাহার স্ত্রীর হাতে জেলা কমিটির ২০ হাজার ও উপজেলা কমিটির ৩০ হাজার মোট ৫০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়।