কাউনিয়ায় বাড়ীর ওঠান থেকে মোটরসাইকেল চুরি
প্রকাশ : 2022-07-20 20:00:35১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
কাউনিয়া উপজেলার নিজপাড়া সানাই মোড় গ্রামে নিজ বাড়ির ওঠান থেকে গত বুধবার দুপুরে একটি মোটরসাইকেল চুরি যাওয়ার খবর পাওয়া গেছে।
পারিবারিক সূত্রে জানাগেছে বুধবার দুপুরে কাউনিয়া বালাপাড়া ইউনিয়ন কৃষকলীগ সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের এর ব্যবহৃত বাজাজ ডিসকভার ১০০সিসি মোটর সাইকেল যার নম্বর গাইবান্ধা হ-১১-৬৭৮৩ গাড়ি টি নিজ বাড়ির ওঠানে রেখে বাড়ির ভিতরে প্রবেশ করেন। কিছুক্ষণ পর বাড়ী থেকে বের হয়ে দেখেন তার মোটরসাইকেল চুরি হয়ে গেছে। আশপাশের অনেক এলাকায় খোঁজ করে আর মোটরসাইকেল টি পাওয়া যায়নি। এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।