কাউনিয়ায় বাল্যবিয়ে প্রতিরোধে কর্মশালা
প্রকাশ : 2024-07-16 16:48:18১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
রংপুরের কাউনিয়া উপজেলায় আরডিআরএস বাংলাদেশ জননী প্রকল্পের আওতায় সেভ দ্যা চিল্ড্রেন বাংলাদেশ এর কারিগরি সহায়তায় কোইকা (কোরিয়ান ইন্টারন্যাশনাল এজেন্সি) এর অর্থায়নে উপজেলা টিপু মুনশি অডিটরিয়ামে মঙ্গলবার বাল্যবিয়ে প্রতিরোধে সামাজিক সচেতনতা ও দায়বদ্ধতা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মহিদুল হক এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ারুল ইসলাম মায়া, মহিলা ভাইস চেয়ারম্যান রওশনারা বেগম, শহীদবাগ ইউপি চেয়ারম্যা আলহাজ্ব আব্দুল হান্নান, সারাই ইউপি চেয়ারম্যান মোঃ আশরাফুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ সামছুজ্জামান আজাদ, সাপ্তাহিক প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, বক্তব্য রাখেন ক্যাপাসিটি বিল্ডিং অফিসার নাজমুল হুদা ডাকুয়া, গভঃ রিলেশন এন্ড কমিউনিটি মোবিলাইজেশন অফিসার রেবেকা সুলতানা, কাজী মাওঃ মোঃ আঃ খালেক, কাজী আঃ আজিজ, কাজী কাজিমুদ্দিন প্রমূখ। কর্মশালায় ইমাম,পুরুহিত,কাজী, শিক্ষক, সাংবাদিক, ফেডারেশনের সদস্যগণ অংশ গ্রহন করে।
সান