কাউনিয়ায় বালাপাড়া ইউনিয়ন ছাত্রদলের কর্মি সমাবেশ
প্রকাশ : 2021-12-15 18:30:09১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নির্দেশনা অনুযায়ী ছাত্রদলের সকল ইউনিটকে ঢেলে সাজানোর লক্ষ্যে কাউনিয়া উপজেলা শাখার অধীনস্থ বালাপাড়া ইউনিয়ন (সদর) ছাত্রদলের সভাপতি মোশারফ হোসেন রক্সির সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সুমনের পরিচালনায় কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার উপজেলার দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সহ সভাপতি ও কাউনিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাইদুল ইসলাম, বিশেষ অতিথির উপজেলা শ্রমিকদলের সভাপতি শাহ আলম ব্যাপারী, জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, সাবলু খন্দকার সাবলু, শ্রম ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ফরিদুল ইসলাম,সদস্য রুবেল হোসাইন বাপ্পী, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম, মোসাব্বের আহমেদ কোয়েল, আলমগীর মির্জা, আপেল জাহাঙ্গীর প্রমূখ। প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় অধিবেশনে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাইদুল ইসলাম এর সভাপতিত্বে কর্মি সভায় পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষনা করে ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীদের মাঝে সদস্য ফরম বিতরন করা হয়।