কাউনিয়ায় বর্ণাঢ্য আয়োজনে ভুমি সেবা সপ্তাহ উদ্বোধন

প্রকাশ : 2022-05-22 19:19:58১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

কাউনিয়ায় বর্ণাঢ্য আয়োজনে ভুমি সেবা সপ্তাহ উদ্বোধন

সারাদেশের ন্যায় কাউনিয়া উপজেলা ভুমি অফিসের বর্ণাঢ্য আয়োজনে রবিবার ভুমি সেবা সপ্তাহ উদ্বোধন করা হয়।

ভুমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার তাহ্মিনা তারিন। এসময় উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সিি তা রহমান, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, সমাজসেবা কর্মকর্তা মোঃ সামিউল আলম, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল হামিদ সরকার, ডিজিএম পল্লী বিদ্যুৎ মোঃ জুবায়ের আলী বসুনিয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা ইয়াসমীন, উপ সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী শিউলি রিচিল, উপজেলা তথ্য কর্মকর্তা আকতার জাহান, এসআই আঃ গনি, নাজির কাম ক্যাশিয়ার মোছাঃ সাবিনা ইয়াসমিন, সার্টিফিকেট পেশকার মোঃ নুর ইসলাম, ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী আফিয়া আনজুম, কম্পিউটার অপারেটর সহিদুল ইসলাম প্রমূখ। জেলা পর্যায়ে ভুমি সেবা সপ্তাহ ১৯ মে থেকে শুরু হয়েছে চলবে ২৩ মে পর্যন্ত। সেবা সপ্তাহ উপলক্ষে কাউনিয়া উপজেলায় ২২ মে উদ্বোধন করা হয়। 

সেবা সপ্তাহে কাউনিয়া ভুমি অফিসে সেবা প্রার্থীদের জন্য তথ্য কেন্দ্র কাম সেবা বুথ স্থাপন, সচেতনতার জন্য বিভিন্ন ধরনের প্ল্যাকাড, ব্যানার, পোষ্টারিং করা হয়েছে, ভুমি কর আদায়ে রেজিস্ট্রেশন করা, ই-নামজারী আবেদন গ্রহন, ভুমিহীনদের মধ্যে বন্দবস্তকৃত জমির কবুলিয়ত ও দলিল হস্তান্তর, ডিসিআর ও খতিয়ান প্রদনসহ বিভিন্ন সেবা প্রদান করছে। সহকারী কমিশনার (ভুমি) মোঃ মেহেদী হাসান জানান, উপরোক্ত সেবা ছারাও যে কোন জিজ্ঞাসার জন্য ভুমি মন্ত্রনালয়ের কল সেন্টার ১৬১২২ নম্বরে কল করা যাবে।