কাউনিয়ায় বণিক সমবায় সমিতির মৃত সদস্যর পরিবারকে অনুদান প্রদান  

প্রকাশ : 2022-11-14 20:04:55১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

কাউনিয়ায় বণিক সমবায় সমিতির মৃত সদস্যর পরিবারকে অনুদান প্রদান  

৫নং কাউনিয়া বালাপাড়া বণিক সমবায় সমিতি লিঃ এর  সদস্য মোঃ আব্দুর রাজ্জাক মৃত্যু বরণ করায় তার বাড়িতে গিয়ে সমিতির পক্ষ থেকে তার পরিবারকে সোমবার বিকালে ৫ হাজার টাকা অনুদান প্রদান করা হয়।

সমিতির নিয়ম অনুসারে সমিতির কোন সদস্য মৃত্যুবরণ করলে তার দাফন কাফন বাবাদ ৫হাজার টাকা অনুদান প্রদান করা হয়। অনুদান প্রদান করেন সমিতির সভাপতি মোঃ আব্দুস ছালাম। এসময় উপস্থিত ছিলেন সমিতির সম্পাদক মোঃ সাইফুর রহমান মুক্তা, সহ সভাপতি মোঃ গফুর আলী, পরিচালক মোঃ আকবর আলী, পরিচালক মোঃ নজরুল ইসলাম, পরিচালক মোহাম্মদ উল্ল্যাহ মনু, সমিতির ম্যানেজার মোঃ সারওয়ার আলম মুকুল প্রমূখ।