কাউনিয়ায় প্রানে বেঁচে গেল ৪ কর্মচারী

প্রকাশ : 2022-08-01 10:34:03১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

কাউনিয়ায় প্রানে বেঁচে গেল ৪ কর্মচারী

 কাউনিয়ায় অতিবৃষ্টির কারনে প্রায় শতবর্ষি একটি বট গাছ উপড়ে পড়ে দোকানে, প্রানে বেঁচে গেল ৪ কর্মচারী। ঘটনাটি ঘটেছে গত রবিবার বিকালে মেডিকেলের সামনে।

সরেজমিনে কাউনিয়া মেডিকেল এলাকায় গিয়ে দেখা গেছে প্রায় শতবর্ষি বট গাছটি উপড়ে মোকলেছুর রহমান লাল এর ভাড়া দেয়া দোকান ঘরের উপর পড়ে এতে দোকানে থাকা ৪জন কর্মচারী অল্পের জন্য প্রাণে বেঁচে যায়। দোকানটি ভাড়া নিয়েছে শফিকুল ইসলাম সে সেখানে ফার্নিচারের দোকান করে। রবিবার সকাল থেকেই মুসুলধারে বৃষ্টি হচ্ছিল। অতি বৃষ্টিতে হয়তো মাটি নরম হয়ে গাছটি উপড়ে পড়ে। ফার্নিচারের দোকান মালিক শফিকুল ইসলাম জানান,আমি কল্পনাই করতে পারিনি বটগাছটি উপড়ে যেতে পারে।