কাউনিয়ায় প্রাণিসম্পদ প্রদর্শনী
প্রকাশ : 2022-02-16 19:11:08১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
পুষ্টি, মেধা, দারিদ্র্য বিমোচন-প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন এই প্রতিপাদ্য কে সামনে রেখে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল কাউনিয়ার আয়োজনে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় বালিকা বিদ্যালয় মাঠে বুধবার প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২২ অনুষ্ঠিত হয়।
প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠানে আলোচনা সভা নির্বাহী অফিসার তাহমিনা তারিন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, শহীদবাগ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আঃ হান্নান, বালাপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ আনছার আলী। বক্তব্য রাখেন প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সিি তা রহমান, সমাজসেবা কর্মকর্তা সামিউল আলম, শিক্ষা অফিসার আব্দুল হামিদ সরকার, ভেটেরিনারি সার্জন ডাঃ শাকিল আহমদ, ইএলও ডাঃ আহসান হাবীব, ইএলও ডাঃ আলহাজ্ব উদ্দিন, মোস্তাফিজার রহমান, খামারী জুলফিকার হায়দার, রাশেদুল কবীর প্রমূখ। প্রদর্শনীতে ৫০টি স্টল স্থান পায়। আলোচনা শেষে পুরস্কার বিতরণ করা হয়।