কাউনিয়ায় প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারন শীর্ষক সেমিনার
প্রকাশ : 2021-12-30 18:40:54১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
কাউনিয়ায় স্থানীয় ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার উপজেলা প্রশাসন ও বাংলাদেশ বিজ্ঞান ও শিক্ষা গবেষণা পরিষদের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা টিপু মুন্শি অডিটোরিয়ামে সেমিনার উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা তারিন এর সভাপতিত্ব আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষনা পরিষদের প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার ড. আহসান হাবীব, চীফ সায়েন্টিফিক অফিসার জন লিটন মুন্সী, সিনিয়র সায়েন্টিফিক অফিসার মোঃ সাগিরুল ইসলাম, রাজীব বনিক, আজিজুল হক, কৃষি অফিসার শাহানাজ পারভিন, যুব উন্নয়ন অফিসার সামসুজ্জামান,প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল প্রমূখ। সেমিনার শেষে কৃষি বিভাগের পরামর্শে স্থানীয় কৃষকের উদ্ভাবিত নতুন ফসলের স্টল পরিদর্শণ করেন বিজ্ঞান ও শিল্প গবেষনা পরিষদের সদস্যগণ।