কাউনিয়ায় প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদকের পিতা আর নেই
প্রকাশ : 2022-07-20 20:03:42১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
সাপ্তাহিক প্রত্যাশার আলো পত্রিকার প্রকাশক ও সম্পাদক ও তিস্তা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মোঃ সারওয়ার আলম মুকুল এর পিতা অবসরপ্রাপ্ত রেলওয়ে ড্রাইভার আলহাজ্ব সাদেক আলী ভূইয়া গত রবিবার দুপুর সাড়ে বারোটায় বার্ধ্যক জনিত কারণে নিজ বাড়ি ফিরোজা মঞ্জিলে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহী.....রাজেউন)। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৯৮ বছর। তিনি ৩ ছেলে ৪ কন্যা, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের প্রথম জানাযার নামাজ রবিবার সন্ধ্যা ৬টায় কাউনিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
তাঁর গ্রামের বাড়ি ফেনি সদর উপজেলার রুহিতিয়া উচ্চ বিদ্যালয় মাঠে গত সোমবার বাদ জোহর দ্বিতীয় নামাজে জানাযা শেষে রুহিতিয়া ভুইয়া বাড়ি পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া, নির্বাহী অফিসার তাহ্মিনা তারিন, ভাইস চেয়ারম্যান আঃ রাজ্জাক, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আঃ হান্নান, আনছার আলী, রাশেদুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ মাসুমুর রহমান, প্রেস ক্লাব কাউনিয়া সভাপতি মোস্তাক আহম্মেদ, সম্পাদক আজাদ আনসারী, প্রত্যাশার আলো পত্রিকার নির্বাহী সম্পাদক আব্দুল কুদ্দুছ বসুনিয়া, কাউনিয়ার প্রেস ক্লাব সভাপতি মোশাররফ হোসেন, সম্পাদক মোঃ মিজানুর রহমান মিটুল, উপজেলা প্রেসক্লাব সভাপতি নিতাই রায়, প্রত্যাশার আলো পত্রিকার বিজ্ঞাপন ম্যানেজার জহির রায়হান, সাংবাদিক মনিরুল ইসলাম মিন্টু, মিজানুর রহমান, আলমগীর হোসেন, সাইফুল ইসলাম সহ সকল সাংবাদিক শোক ওএশাকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।