কাউনিয়ায় প্রত্যাশার আলো পত্রিকার বিশেষ প্রতিনিধি শরিফুলের উপহার বিতরণ
প্রকাশ : 2024-04-10 19:52:07১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী কাউনিয়া উপজেলায় ঈদুল ফিতর উপলক্ষে প্রতি বছরের ন্যায় অসহায় ও গরীবদের মাঝে বুধবার নিজস্ব অর্তায়নে ঈদ উপহার বিতরণ করেছেন প্রত্যাশার আলো পত্রিকার বিশেষ প্রতিনিধি ও কাউনিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ। শরিফুলের নিজপাড়াস্থ বাসভবনের সামনে ঈদ উপহার বিতরণ কলে উপস্থিত ছিলেন তার সহধর্মিনী এ্যাডভোকেট রুনা লায়লা, সাংবাদিক জহির রায়হান প্রমূখ। প্রায় ১৫০ জন অসহায় ও গরীবদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।