কাউনিয়ায় প্রতিবন্ধীদের সেবা প্রাপ্তিতে কর্মশালা

প্রকাশ : 2023-12-19 17:16:19১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

কাউনিয়ায় প্রতিবন্ধীদের সেবা প্রাপ্তিতে কর্মশালা

কাউনিয়ায় উপজেলা পর্যায়ে সরকারী বিভিন্ন দপ্তরের সেবা প্রাপ্তিতে অনগ্রসর প্রতিবন্ধিদের অন্তর্ভুক্তির জন্য এক কর্মশালা মঙ্গলবার বিকালে পরিষদ হল রুমে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ সামিউল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

আরডিআরএস বাংলাদেশ এর কোর কম্প্রিহেনসিভ প্রোগাম এর আওতায় বিভিন্ন সামাজিক কার্যক্রম বাস্তবায়নের অংশ হিসেবে কাউনিয়ায় প্রতিবন্ধীদের বিভিন্ন দপ্তরের সেবা প্রাপ্তিতে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা কোম্পানী কমান্ডার সরদার আব্দুল হাকিম। বক্তব্য রাখেন প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, প্রেস ক্লাব কাউনিয়া সভাপতি মোস্তাক আহমদ, মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা ইয়াসমীন, যুব উন্নয়ন কর্মকর্তা সামসুজ্জামান আজাদ, ডাঃ সাব্বির আহমদ, আরডিআরএস বাংলাদেশ এর কমিউনিটি ডেভলাপমেন্ট সুপারভাইজার সাপ্তাহুল আলম, প্রটেকশন এন্ড ইনক্লুশন অফিসার জাহিদা মুশতারী, কমিউনিটি মবিলাইজার জাহানারা বেগম, হরিলাল চন্দ্র, প্রতিবন্ধি বিদ্যালয়ের শিক্ষক মোঃ আঃ হাই, ফেডারেশনের সভানেত্রী শান্তনা রানি প্রমূখ। 

সভায় বিভিন্ন দপ্তরের প্রধানগণ প্রতিবন্ধীদের সেবা প্রাপ্তিতে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

 

সান