কাউনিয়ায় পোল থেকে বিদ্যুতের ট্রান্সফারমার ও সেচ মর্টার চুরি

প্রকাশ : 2023-04-17 13:03:24১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

কাউনিয়ায় পোল থেকে বিদ্যুতের ট্রান্সফারমার ও  সেচ মর্টার চুরি

কাউনিয়া উপজেলার সাধু বাবুয়ার দোলা গ্রামে ইরি-বোরো খেতে সেচ মর্টারে সংযোগ দেয়া ১০ কেভি পাওয়ার সম্পূর্ণ একটি ট্রান্সফারমার গত শনিবার রাতে চুরি গেছে। এছাড়াও দেড় সপ্তাহের ব্যবধানে ৪টি সেচ মর্টার চুরি যাওয়ার ঘটনাও ঘটেছে। এত কৃষকের মাঝে ট্রান্সফারমার ও সেচ মর্টার চুরির আতঙ্ক বিরাজ করছে। শহীদবাগ ইউনিয়নের সাধু গ্রামের কৃষক মহব্বত হোসেন জানান এক সপ্তাহের মধ্যে তার ইরি খেতের কোনায় সেচ ঘর থেকে তার দুটি সেচ মর্টার সংবদ্ধ চোরেরা চুরি করে নিয়ে যায় এবং শনিবার রাতে সাধু বাবুয়ার দোলা গ্রামে খেতের পোল থেকে ১০ কেভি পাওয়ার সম্পূর্ণ একটি ট্রান্সফারমার চুরি গেছে। এতে করে জমিতে সেচ দেয়া বন্ধ হয়ে গেছে। তিনি ট্রান্সফারমার ও সেচ মর্টার চুরি যাওয়ায় থানায় সাধারণ ডায়েরি করেছেন। এছাড়াও দেড় সপ্তাহের মধ্যে নাজিরদহ কুটিরঘাট গ্রামের আনোয়ার হোসেনের ১টি, সোনাতন ডোবার পাড় গ্রামের জয়নাল আবেদীনের ১টি সেচ মর্টার চুরি যাওয়ার খবর পাওয়া গেছে। এ কারণে কৃষকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। জমিতে সেচ প্রদানে বিঘ্নের সৃষ্টি হয়েছে।