কাউনিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত দুইজন

প্রকাশ : 2025-12-22 17:56:28১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

কাউনিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত দুইজন

কাউনিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অজ্ঞাতনামা গাড়ি চালকদের বিরুদ্ধে থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২১ ডিসেম্বর উপজেলার বেইলিব্রিজ বাজারের সামনে রংপুর–-কুড়িগ্রাম মহাসড়ক পার হওয়ার সময় একটি অজ্ঞাতনামা প্রাইভেটকার পেছন দিক থেকে ধাক্কা দেয় আবুল কালাম (৫৫) নামের এক কৃষককে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান। নিহত আবুল কালাম উপজেলার শহীদবাগ ইউনিয়নের খোদ্দ ভূতছাড়া গ্রামের মৃত নছির উদ্দিনের ছেলে। অপর ঘটনায়, একই দিন সন্ধ্যায় উপজেলার জুম্মার পাড় এলাকায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক পার হওয়ার সময় রংপুরগামী একটি অজ্ঞাতনামা অটোরিক্সা দ্রুতগতিতে এসে আলাল উদ্দিন নামের পথচারীকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে আলাল উদ্দিনের গুরুতর আহত হয়। স্থানীয়দের সহায়তায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় একই দিন রাত তিনি মারা যান। নিহত আলাল উদ্দিন উপজেলার শিবু কুন্ঠিরাম গ্রামের মৃত আলেফ খাঁর ছেলে। কাউনিয়া থানার ওসি নজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের স্বজনরা অজ্ঞাতনামা গাড়িচালকদের বিরুদ্ধে থানায় পৃথকভাবে এজাহার দায়ের করেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।