কাউনিয়ায় পানি উন্নয়ন বোর্ডের অপরিকল্পিত খননে শহীদবাগে রাস্তার ক্ষতি

প্রকাশ : 2022-04-12 16:20:57১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

কাউনিয়ায় পানি উন্নয়ন বোর্ডের অপরিকল্পিত খননে শহীদবাগে রাস্তার ক্ষতি

রংপুরের কাউনিয়া উপজেলার শহীদবাগ ইউনিয়নের গ্রামীন রাস্তা টেকসই করার জন্য  উপজেলা প্রকৌশল দপ্তর থেকে গাইড ওয়াল (প্যালাসাইডিং) করা হয়। কিন্তু গাইড ওয়াল নির্মানের বেশ কিছু দিন পর গত বছর এপ্রিল মাসের দিকে পানি উন্নয়ন বোর্ড অপরিকল্পিত ভাবে রাস্তা ঘেসে খনন কার্যক্রম পরিচালনা করায় গাইড ওয়াল হেলে গিয়ে রাস্তাটি কিছুটা ঝুঁকিতে পড়েছে।

সরেজমিনে উপজেলার শহীদবাগ ইউনিনের বুদ্ধির বাজার এলাকায় গিয়ে স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানাগেছে পানি উন্নয়ন বোর্ড তাদের ভেপু দিয়ে অপরিকল্পিত ভাবে খনন কাজ করায়  উপজেলা প্রকৌশল দপ্তর থেকে রাস্তায় যে গাইড ওয়াল (প্যালাসাইডিং) নির্মাণ করেছে তা হেলে গেছে। এর ফলে লোকজনের যাতায়তের রাস্তাটি কিছুটা ভাঙ্গনের ঝুঁকিতে পড়েছে। এছারাও আইডি নং ১৮৫৪২৪০৬০ রাস্তাটিতে গাছ কাটার (অপসারনের) জটিলতা থাকায় পাকা করনের কাজ বন্ধ রয়েছে। 

শহীদবাগ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হান্নান জানান, পানি উন্নয়ন বোর্ড খনন কাজ করার সময় রাস্তা থেকে একটু দুরে খনন না করায় নবিজুল মেকারের বাড়ি থেকে আমানের জমি পর্যন্ত গাইড ওয়াল (প্যালাসাইডিং) হেলে যাওয়ায় রাস্তাটি একটু ঝুঁকিতে পড়েছে। তাদের অপিরকল্পিত খনের জন্য এ অবস্থার সৃষ্টি হয়েছে। এছারা রাস্তাটিতে বেশ কিছু গাছ রয়েছে, গাছ গুলো কর্তনের জন্য বন বিভাগের মাধ্যেমে চেষ্টা করা হচ্ছে, কিন্তু গাছ কাটা জটিলতা থাকায় ঠিকাদার পাকা করনের কাজ সমাপ্ত করতে পাচ্ছে না।