কাউনিয়ায় নিজ উদ্যোগে স্কুল মাঠে গাছ লাগিয়ে বেড়ান পদ্ম রাম
প্রকাশ : 2022-09-01 19:01:07১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
নাম পদ্মরাম। বাড়ি কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নের নিলামখরিদা সদরা জামতলা গ্রামে। স্ত্রী ইহলোক ত্যাগ করেছেন অনেক আগেই। সন্তানরা বিয়ে করে আলাদা ভাবে বসবাস করেন। ছোটবেলা থেকে বৃক্ষ রোপনের প্রতি ঝোকছিল পদ্ম রামের। অনেক আগে থেকেই তিনি বিভিন্ন শিক্ষা ও নিজধর্মীয় প্রতিষ্ঠানে বৃক্ষ রোপন করে আসছেন। স্ত্রী মারা যাওয়ার পর গাছের প্রতি তার ভালবাসা আরও বেড়ে যায়। তিনি নিজস্ব তহবিল থেকে বিভিন্ন স্কুল ঘুরে ঘুরে স্কুল মাঠে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপন করেন। শুধু প্রতিষ্ঠান নয় রাস্তার ধারে ছায়া দেয়া বৃক্ষ বট-পাইকুর, বজ্রপাত থেকে রক্ষার জন্য তাল বীজ রোপণ করেন। এছাড়াও বর্ষা-বাদলে রাস্তা ভেঙ্গে গেলে, ভেঙ্গে যাওয়া অংশে নিজে কোদাল দিয়ে মাটি কেটে ভরাট করে দেন। ইতিমধ্যেই তিনি স্থানীয় মন্দির সংস্কার করে দিয়ছেন। বিভিন্ন সামাজিক, ধর্মীয় অনুষ্ঠানে দান করে সমাজ সেবক হিসেবে তার খ্যাতি মিলেছে। তিনি জামতলা হাট ইজারা নিয়েছেন তার আয়ের একটি বড় অংশ দান সহ সামাজিক কাজে ব্যয় করেন। গত বৃহস্পতিবার সরেজমিনে নিলাম খরিদা সদরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে তিনি ছাত্র-ছাত্রী শিক্ষকদের নিয়ে স্কুল মাঠে গাছের চারা রোপন করছেন। এসময় উপস্থিত ছিলেন প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল। পদ্মরাম এখন সবার কাছে অনুকরণীয় হয়ে ওঠছেন। পদ্মরাম বলেন সৃষ্টি যেন তাকে সুস্থ রাখেন আর সে যেন বৃক্ষ রোপনসহ মানুষের কল্যাণে কাজ করে যেতে পারে।