কাউনিয়ায় নারী উদ্দ্যোক্তাদের ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠানের সাথে কর্মশালা
প্রকাশ : 2022-03-16 19:32:57১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
কাউনিয়ায় নারী উদ্দ্যোক্তাদের ব্যবসায় আর্থিক প্রবেশাধিকার নিশ্চিতকরণে ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠানের সাথে কর্মশালা আরডিআরএস বাংলাদেশ রি-কল প্রকল্পের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে বুধবার অনুষ্ঠিত হয়।
আরডিআরএস বাংলাদেশ রি-কল প্রকল্পের কো-অডিনেটর মোঃ হাফিজুর রহমান রাজুর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার তাহ্মিনা তারিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর জেলা নেটওর্য়াক কমিটির সাধারন সম্পাদক ও প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, পল্লী উন্নয়ন কর্মকর্তা আফসানা জাহান, সোনালী ব্যাংক ম্যানেজার বিপ্লব কুমার মোহন্ত, জনতা ব্যাংক সিনিয়র অফিসার মোঃ হোসাইন আহমেদ, দারিদ্র বিমোচন কর্মকর্তা মোঃ নুর নবী, ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন ম্যানেজার সুজন মিয়া, একটি বাড়ি একটি খামার পল্লী সঞ্চয় ব্যাংক ম্যানেজার ময়েন উদ্দিন চিশতী। বক্তব্য রাখেন নারী উদ্দ্যোক্তা ফরিদা বেগম, বিলকিস বেগম, বাসন্তি রানী প্রমূখ।
কর্মশালায় নারী উদ্দ্যোক্তাদের সহজ শর্তে ঋণ প্রাপ্তির বিষয়ে ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান সহ উপজেলার সরকারী দপ্তরগুলো সহযোগিতার হাত বাড়াবেন বলে সিদ্ধান্ত হয়। কর্মশালায় ১৬জন নারী উদ্দ্যোক্তা, ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠানের প্রতিনিধি, সরকারী কর্মকর্তা, সাংবাদিক সহ মোট ৩০জন অংশ গ্রহন করেন।