কাউনিয়ায় নানা আয়োজনে আর্ন্তজাতিক অভিবাসী দিবস পালিত

প্রকাশ : 2024-12-19 14:24:03১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

কাউনিয়ায় নানা আয়োজনে আর্ন্তজাতিক অভিবাসী দিবস পালিত

প্রবাসীর অধিকার আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ আমাদের সবার, এই প্রতিপাদ্যকে সামনে রেখে কাউনিয়া উপজেলা প্রশাসন ও ব্র্যাক মাইগ্রেশন প্রোগাম এর আয়োজনে বুধবার আর্ন্তজাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস ২০২৪
নানা আয়োজনে পালিত হয়।

দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি উপজেলা ক্যাম্পাস থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিদুল হক। প্রবাস বন্ধু ফোরাম সভাপতি মোঃ আজিজুল ইসলাম মাষ্টার এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার সামিউল আলম, উপজেলা তথ্য কর্মকর্তা মৃত্যুঞ্জয় সেন, প্রবাস বন্ধু ফোরাম সাধারণ সম্পাদক ও প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, ক্ষতিগ্রস্ত সৌদি আরব ফেরত রাজু আহমেদ, ব্র্যাক মাইগ্রেশন প্রোগাম কাউনিয়া উপজেলা প্রোগাম অর্গানাইজার মোকাররম হোসেন প্রমূখ। উল্লেখ্য প্রবাস বন্ধুর মাধ্যেমে কাউনিয়া উপজেলার ১৪জন ক্ষতিগ্রস্ত বিদেশ ফেরতদের আর্থিক সহযোগিতা প্রদানের মাধ্যেমে সাবলম্বি করার চেষ্ট হচ্ছে।

 

কা/আ