কাউনিয়ায় নবগয়ায় গঁঙ্গা স্নান অনুষ্ঠিত
প্রকাশ : 2022-03-30 19:06:36১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
কাউনিয়ায় মধু কৃ ত্রয়োদশী উপলক্ষে বুধবার সকালে পাঞ্জর ভাঙ্গা কেন্দ্রীয় মহাশ্মশানে হিন্দু সম্প্রদায়ের ভক্ত বৃন্দের তিস্তা নদীতে নবগয়ায় গঁঙ্গা স্নান অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন পুরোহিত পরেশ চক্রবর্তী, দাতা সদস্য দিজেন্দ্র নাথ, রাজেন্দ্র নাথ, রবীন্দ্রনাথ নাথ, ররীন চন্দ্র বর্ম্মন প্রমূখ। সারারাত ব্যাপী কীর্তন অর্চণা করা হয়। ভোর থেকে বিভিন্ন এলাকার ভক্তরা কেন্দ্রীয় শশ্মানে এসে জমায়েত হয়। পুঁজা অর্চণা ও স্নান শেষে গঁঙ্গা দেবীকে বিসর্জনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।