কাউনিয়ায় দৈনিক পরিবেশ পত্রিকার ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
প্রকাশ : 2023-11-23 19:38:23১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
রংপুরে থেকে প্রকাশিত দৈনিক পরিবেশ পত্রিকা ৩১ বছর পেরিয়ে ৩২ বর্ষে পদার্পণ উপলক্ষে কাউনিয়ায় কেক কাটা ও আলোচনা সভা বৃহস্পতিবার বিকালে অনুষ্ঠিত হয়।
দৈনিক পরিবেশ পত্রিকার কাউনিয়া প্রতিনিধি আতিকুল ইসলামের আয়োজনে কাউনিয়া দ্বি-মুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের বীর মুক্তিযোদ্ধা সরদার আব্দুল হাকিম হল রুমে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক নিতাই রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কোম্পানি কমান্ডার সরদার আব্দুল হাকিম, বালাপাড়া ইউপি চেয়ারম্যান আনছার আলী, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জমশের আলী, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশরাফুল আলম, সাংবাদিক মিজানুর রহমান মিজান, সাংবাদিক আসাদুজ্জামান আসাদ, সাংবাদিক জুলহাস হোসেন সোহাগ, সাংবাদিক ইব্রাহীম খলিল প্রমূখ। পরে দোয়া মুনাজাত করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
ই