কাউনিয়ায় দেলোয়ার-দিলরুবা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান
প্রকাশ : 2022-10-07 18:46:05১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
কাউনিয়ায় দরিদ্র মেধাবীদের উচ্চ শিক্ষা অর্জনে এগিয়ে এলো দেলোয়ার-দিলরুবা ফাউন্ডেশন। ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এসএসসি তে জিপিএ-৫ পাওয়া দরিদ্র অদম্য মেধাবী শিক্ষার্থীদের শুক্রবার শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। খানসামা হাট আলোর মিছিল পাঠাগার হল রুমে ইমামগঞ্জ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সেকেন্দার আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন হারাগাছ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ রাজু আহমেদ।
বিশেষ অতিথি ছিলেন দেলোয়ার-দিলরুবা ফাউন্ডেশনের (ইউএসএ) কান্ট্রি ডিরেক্টর মোঃ আলমগীর মোর্শেদ, প্রত্যাশার আলোর পত্রিকার সম্পাদক মোঃ সারওয়ার আলম মুকুল, নাজিরদহ একতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রমজান আলী, ফাউন্ডেশনের কর্মকর্তা মোঃ ফকরুল ইসলাম রোকন, যুগান্তর উপজেলা প্রতিনিধি মোঃ আব্দুল কুদ্দুছ বসুনিয়া, সাংবাদিক জহির রায়হান প্রমূখ। এসএসসি তে জিপিএ-৫ পাওয়া ৯ জন অদম্য দরিদ্র মেধাবী শিক্ষার্থী কে প্রথম কিস্তির ৮ হাজার টাকার চেক ও কম্বল প্রদান করা হয়।