কাউনিয়ায় দুই ভাইয়ের ৩ গরু ৩ ছাগল চুরি!

প্রকাশ : 2022-03-30 19:05:07১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

কাউনিয়ায় দুই ভাইয়ের ৩ গরু ৩ ছাগল চুরি!

কাউনিয়ায় গোয়াল ঘরের টিন খুলে গত মঙ্গলবার গভীর রাতে আপন দুই ভাইয়ের পৃথক পৃথক গোয়াল ঘর থেকে ৩ টি গরু ৩ টি ছাগল চুরি যাওয়ার খবর পাওয়া গেছে। উপজেলার বালাপাড়া ইউনিয়নের হলদী বাড়ী গ্রামের মৃত সৈয়দ আলীর পুত্র আব্দুস সালামের গোয়াল ঘরের টিনের বেড়া কেটে ১ টি গরু, বাচ্চা সহ ১ টি ছাগল এবং একই রাতে গোয়াল ঘরের টিন কেটে তার আপন ভাই আঃ বাতেনের ২টি গরু ১ গর্ভবতী ছাগল সংবদ্ধ চোরের দল মঙ্গলবার গভীর রাতে চুরি করে নিয়ে গেছে। দীর্ঘ দিন গরু চুরি বন্ধ থাকার পর আবারো গরু ছাগল চুরি যাওয়া শুরু হওয়ায় এলাকার কৃষকের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। থানা অফিসার ইনচার্জ মাসুমুর রহমান জানান, অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহন করা হবে।