কাউনিয়ায় দি হাঙ্গার প্রজেক্ট এর পিএফিজি

প্রকাশ : 2024-05-16 17:41:17১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

কাউনিয়ায় দি হাঙ্গার প্রজেক্ট এর পিএফিজি

দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর আয়োজনে পিএফজি গঠন বিষয়ক সভা বৃহস্পতিবার জিন্নাহ-চম্পা ফাউন্ডেশন হল রুমে আজিজুল ইসলাম মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর আঞ্চলিক সমন্বয়কারী রাজেশ দে, এরিয়া সমন্বয় কারী আব্দুর রউফ, কাউনিয়া উপজেলা পিএফজি কমিটির সমন্বযকারী ও প্রত্যাশার এলা পত্রিকার সম্পাদক মোঃ সারওয়ার আলম মুকুল, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ শেফালী খাতুন, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও হারাগাছ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ রাকিবুল হাসান পলাশ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জমশের আলী, জাতীয় পার্টির নেতা বীরমুক্তিযোদ্ধা লিয়াকত আলী, প্রেস ক্লাব কাউনিয়া সভাপতি মোস্তাক আহমদ, বিএনপির যুগ্ন আহবায়ক সহকারী অধ্যাপক মোঃ আকতারুজ্জামান মন্ডল, আলমগীর চৌধুরী লিটন, উপজেলা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক আশিকুর রহমান, কাউনিয়া দারুল উলুম কওমী মাদ্রাসা ও এতিম খানার মোহতামিম আলহাজ¦ মাওলানা আঃ কুদ্দুছ, পুরোহিত পরিতোষ চন্দ্র চক্রবর্তী, সাংবাদিক জহির রায়হান, হাঙ্গার প্রজেক্ট এর হিসাব রক্ষক মনিরুল ইসলাম প্রমূখ। কমিটির মূল উদ্দেশ্য রাজনৈতিক, ধর্মীয়, সামাজিকসহ বিভিন্ন সহিংসতা রোধে কাজকরা। সভায় ৩৫জন অংশ গ্রহন করেন। 

 

সান