কাউনিয়ায় দিনব্যাপী ফ্রি হজ প্রশিক্ষণ
প্রকাশ : 2022-05-31 21:05:01১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
রংপুরের কাউনিয়া উপজেলায় হজ্বযাত্রীরা সঠিকভাবে হজ্বের প্রশিক্ষণ গ্রহণ করতে পারলে হজ্বপালন অনেকটাই সহজ হয়ে যায়। হজ্বযাত্রীদের হজ্বপালন সহজতর করার লক্ষে কাউনিয়ায় দিন ব্যাপী ফ্রি নতুনদের কে নিয়ে হজ প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার উপজেলার বালাপাড়া হাজী কল্যাণ সমিতির আয়োজনে উপজেলা জামে মসজিদের দ্বিতীয় তলায় প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ প্রদান করেন আলহাজ্ব হাবিবুর রহমান মাষ্টার। এসময় উপস্থিত ছিলেন বালাপাড়া ইউনিয়ন হাজী কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান, অবসরপ্রাপ্ত ডিপিও হাজী নাজির আহমেদ, সাবেক জেলা পরিষদ সদস্য আলহাজ্ব আবুল কাশেম, অবসরপ্রাপ্ত সার্জেন আইনুল হক, আলহাজ্ব ইদ্রিস আলী প্রমূখ।